আইপিলের টপ টিমের মালিক তিনি। আর এই টপ তিমের মাদ্লাধ্য়যমে হাতিয়ে নিচ্ছেন একের পর এক জয়। আর এই জয়ের আনন্দে বেশ ভালই আছেন প্রীতি জিনতা। তবে শুধু আইপিএলের ক্রিকেট খেলা নয়, প্রীতির মনের ভিতরে চলছে প্রেমের খেলাও।
বহুদিন আগেই ওয়াদিয়া গ্রুপের কর্ণধার নেশ ওয়াদিয়া সঙ্গে সর্ম্পকের ইতি টেনেছেন প্রীতি। তবে ব্যবসার খাতিরে আইপিএলের মাঠে প্রাক্তনের সঙ্গে দেখা হলেও, মনের ভিতর অন্য খেলাঘর বাঁধতে চলেছেন প্রীতি সুন্দরী।
জানা গিয়েছে, তার মিষ্টি মুখের মিষ্টি গালের টোলে প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছেন আরেক ব্যবসায়ী, তবে এবার তার প্রেমিকের তালিকায় যুক্ত হতে চলেছে ভিনদেশী তারার নাম। তবে কে সেই সৌভাগ্যবান? হতাশাব্যঞ্জক হলে শত যে এই অভিনেত্রী তার এই নতুন প্রেমিকের সম্পর্কে কিছুই জানাতে আগ্রহি নন।
তবে প্রীতি তার ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন, কিংস ইলেভন আইপিএল জিতলে, তবেই নাকি প্রেম ও প্রেমিকের কথা সব্বাইকে জানাবেন এই অভিনেত্রী।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.