ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র হজ অনতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক মুসলমানদেরই ইচ্ছা থাকে মৃত্যুরআগে অন্তত একবার হলেও এই পবিত্র হজ পালন করার। আর এমন মন বাসনার বাইরে নন বলিউডের বাদশা শাহরুখ খান। তবে এই হজের প্রসঙ্গেই কিং খান আরো একবার নিজের সন্তানদের প্রতি ভালোবাসার পরিচয় দিলেন।
বলিউডের কিং খান সুপারস্টার হওয়ার পাশাপাশি একজন অসাধারণ বাবা এ কথা সবারই জানা। দুই ছেলে আরিয়ান ও আব্রাম এবং মেয়ে সুহানাকে নিয়ে বেশ খোশ মেজাজেই আছেন শাহরুখ। তিনি জানালেন মুসলিম রীতি মেনে তিনি হজ করতে যেতে চান।
তবে মেয়ে সুহানা হজে যাওয়ার উপযোগী হলে তবেই তিনি সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। তিনি আরো জানান সুহানা নিজে যেদিন হজে যাওয়ার প্রস্তুতি নেবে সে দিনই তিনি যাবেন। মেয়ের ক্যারিয়ার নিয়েও ভেবে ফেলেছেন শাহরুখ। তিনি চান মেয়ে বলিউডের একজন সফল অভিনেত্রী হোক।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.