তিনি যে আন্তর্জাতিক তারকায় পরিণত হয়েছেন তা আরো একবার প্রমাণ করেলেন। একাধারে অভিনেত্রী এবং গায়িকা বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার বর্ণাঢ্য জীবনে আরেকটি প্রাপ্তিযোগ হতে যাচ্ছে।
প্রথম ভারতীয় সেলিব্রিটি হিসেবে তাকে লাস ভেগাসের একটি জনপ্রিয় পার্টিতে উপস্থাপনার আমন্ত্রণ করা হয়েছে।লাস ভেগাসের একটি হটস্পটে 'সারেন্ডার' নামে ওই পার্টিতে এর আগে কার্দাসিয়ান ও উইলিয়াম অ্যাডামসের মতো মহা তারকারা উপস্থাপনা করেছেন।
সম্প্রতি প্রিয়াঙ্কার নতুন একক অ্যালবাম 'আই কান্ট মেক ইউ লাভ মি' মুক্তি পেয়েছে। বোঝা যাচ্ছে, পশ্চিমা গানের দুনিয়া মাতিয়ে দিচ্ছেন এই বলিউড তারকা।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.