সাময়িকী.কম

ঘানার কিংসলে চিগুজি, নাইজেরিয়ার সামাদ ইউসুফ এবং গিনির ইসমাইল বাঙ্গুরা
আবেদন করা আফ্রিকার তিন ফুটবলার বাংলাদেশের নাগরিকত্ব পাচ্ছেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলানোর জন্য তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নাগরিকত্বের আবেদন পত্রে ইতিমধ্যে স্বাক্ষর করেছেন তারা।
জানা গেছে, বাংলাদেশ ফুটবল দলের সাফল্যের আশায় দীর্ঘদিন দেশের ঘরোয়া লিগে খেলা তিন বিদেশি ফুটবলারকে নাগরিকত্ব দিচ্ছে ফেডারেশন।
নাগরিকত্ব পেতে চলা তিনজন হলেন, ঘানার কিংসলে চিগুজি, নাইজেরিয়ার সামাদ ইউসুফ এবং গিনির ইসমাইল বাঙ্গুরা। এরা যথাক্রমে মোহামেডান, শেখ রাসেল এবং আবাহনী ক্লাবের হয়ে খেলছেন।
এদিনে নাগরিকত্ব প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, "আমরা তাদের কাছ থেকে নাগরিকত্বের আবেদন ফর্মে সই নিয়ে রেখেছি। তাদের কাছে পাসপোর্ট চাওয়া হয়েছে, কিন্তু পাসপোর্ট তাদের কাছে নেই। তারা ক্লাবের কাছে পাসপোর্ট জমা দিয়েছে। আমরা আগামীকাল ক্লাবের কাছ থেকে সরাসরি পাসপোর্ট নিয়ে আসবো।"
বাংলাদেশি নাগরিকত্ব পেলে জাতীয় দলে সুযোগ পাবেন এই তিন ফুটবলার। দলের অন্যান্য সদস্যের মতোই তারাও পাবেন প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। 
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.