সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘ইউ মি অউর হাম’ সিনেমাতে। এরপর দীর্ঘ বিরতি। তবে কাজলের ভক্তদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে এই অভিনেত্রীর মন ভুলানো অভিনয় আবারও দেখতে পাবে দর্শক। তবে এবার সিনেপর্দা ছেড়ে টেলিভিশনের পর্দায় আসতে চলেছেন কাজল।
বোন তনিশার মতো কোনো রিয়্যালিটি শো দিয়ে নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলি সিরিয়াল ‘ফরবিডেলসন’ এর হিন্দি রিমেকে দিয়েই আবারও হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী।এই ধারাবাহিকে কাজলকে দেখা যাবে ইভেস্টিগেটিভ অফিসারের চরিত্রে৷
জানা গিয়েছে, এই ধারাবাহিকে শুধু কাজল নন, ছোট্ট চরিত্রে দেখা যেতে পারে অজয় দেবগনকেও। অ্যাকশন প্যাকড এই ধারাবাহিকে অ্যাকশন টিপস দেবেন অজয় নিজেই।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.