আজকাল প্রেম করা একটি নিত্যনৈমিত্তিক কাজ হয়ে দাঁড়িয়েছে। কেউ যদি প্রেম না করে তাহলে তাকে অসামাজিক বলে আখ্যায়িত করা হয়ে থাকে। জীবনের লক্ষ্য অর্জনের মধ্যে এটিই যেন এক নম্বর লক্ষ্যে রয়েছে। তবে হ্যাঁ, জীবনের জন্য প্রেম-ভালোবাসা কিন্তু অত্যন্ত জরুরী। যতদিন জীবন আছে আর সমাজ আছে, ততদিন মানব মানবীর চিরন্তন প্রেমের সম্পর্ক যেন থাকবেই। কিন্তু প্রেমের সম্পর্ক চালিয়ে যাবার ক্ষেত্রে এমন কিছু বিষয় মাথায় রাখা উচিৎ যেগুলো ভালোভাবে পালন করলে প্রেমের সম্পর্কটি অনেক বেশি মজবুত হবে, দুজন দুজনার প্রতি বিশ্বাস আসবে, দুজনার মধ্যে ভালোবাসা আরও শতগুণ বেড়ে যাবে।
১. বাস্তববাদী হন :
প্রেম বিষয়টি অত্যন্ত আবেগময় এটি আমরা সবাই জানি। কিন্তু আবেগের বশে কলাপনার জগতে ভেসে বেড়ালে প্রেমের সম্পর্কটি বেশিদিন টিকবে বলে আশা করা যায় না। ‘তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার জন্য আকাশের চাঁদ এনে দিতে পারি’ এমন কথাতে হয়ত আপনার মেয়েবন্ধুটি অনেক বেশি খুশি হবেন কিন্তু সেই খুশিটি কেশিদিন থাকবে বলে মনে হয় না। কারণ সবকিছুর পরও আমাদের বাস্তব জগতেই বিচরণ করতে হয়। বাস্তবভিত্তিক চিন্তা করতে হয়। এজন্য আপনার ভালোবাসাটিকে বাস্তবিক করে গড়ে তুলুন। মেয়েবন্ধুটিকে বাস্তব স্বপ্ন দেখান।
২. ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিন :
এই বিষয়টি নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই প্রযোজ্য। অর্থাৎ আপনার ভালোবাসার মানুষটির ছোট ছোট চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব দিন। সঙ্গীটি যা পছন্দ করে তা করার চেষ্টা করুন যা পছন্দ করেন না তা থেকে বিরত থাকুন। তবে হ্যা তার চাওয়া পাওয়া যদি আপনার স্বাতন্ত্রতাকে নষ্ট করে তবে তা করা থেকে বিরত থাকুন।
৩. সময়গুলোকে নিজেদের মত করে ব্যয় করুন :
ভালোবাসার প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করুন। অর্থাৎ আপনার সঙ্গীটির সাথে যতক্ষণ কাছে থাকার সুযোগ পাবেন তার প্রতিটি ইমোশনের মূল্য দেয়ার চেষ্টা করুন। তাকে অনেক ভালোবাসুন। তাকে নিয়ে এমন কোথাও ঘুরতে যান যেখানে দুজনে কিছুটা রোমান্টিক পরিবেশ পাবেন। এমনও হতে পারে তাকে তার পছন্দের কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। পছন্দের খাবার খাওয়াতে পারেন। প্রতিটি মুহূর্তটিকে নিজের করে নিন।
৪. সৎ থাকুন :
আপনার প্রিয় মানুষটির কাছে আপনি সবসময় সৎ থাকার চেষ্টা করবেন। কখনই কোনো মিথ্যা বলবেন না। কারণ মিথ্যা আপনার সম্পর্কটিকে ঘুন ধরিয়ে দিতে পারে। এর ফলে একজনের উপর আরেকজনের বিশ্বাস উঠে যেতে পারে। কোনো ধরনের ছলনার আশ্রয় নিবেন না। যতটা সৎ থাকা সম্ভব হয় ততটা সৎ থাকুন।