মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে এমভি মিরাজ-৪ লঞ্চ ডুবে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ শোক জানান তিনি।
বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একইসঙ্গে দুর্ঘটনার শিকার পরিবারের প্রতি সমবেদনা এবং উদ্ধার কাজে নিয়োজিত সবাইকে সাধুবাদও জানানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গজারিয়া উপজেলার দৌলতপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির এ ঘটনা ঘটে। এ লঞ্চটি এর আগেও ২বার দুর্ঘটনার কবলে পড়েছিল বলে জানা গেছে।
শেষ খবর পাওয়ায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রায় অর্ধশতাধিক লোককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।