গত শুক্রবার স্থানীয় আদালত বলিউডের এসময়ের জনপ্রিয় চার তারকার বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারি করলো। এই চার তারকা হলেন প্রিয়াঙ্কা-রণভীর-দীপিকা-সঞ্জয় লীলা বানশালি। ধর্মীয় অনুভুতিতে আঘাত হানায় 'রামলীলা' সিনেমার কলাকুশলীদের বিরুদ্ধে এই গ্রফতারি পরোয়ানা জারি করা হল।
শুধু তাই নয় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস পি সিংয়ের তত্ত্বাবধায়নে মুম্বাই পুলিশ কমিশনার ৪ জুলাইয়ের মধ্যে এই চার তারকাকে হাজির হতে বলা হয়েছে। এখানেই শেষ নয়, সিনেমার সাথে জড়িত প্রোডিউসার কিশোর লুলা এমনকি গীতিকারের বিরুদ্ধেও এই গ্রেফতারি পরয়ানা জারি হয়েছে।
গত বছর নভেম্বরে অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা রামলীলা সিনেমার কিছু দৃশ্য হিন্দু ধর্মাবলম্বীদের আঘাত হানায় এই মামলা দায়ের করেন। এবং এই মামলার জের ধরেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
শুধু তাই নয় মধ্য প্রদেশ উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ২০১৩ সালের ২২ নভেম্বর সিনেমা প্রদর্শন পুরো মধ্য প্রদেশের বন্ধ করে দেয়া হয়। যদিও ১২ নভেম্বর সিনেমাটি মুক্তি পেয়ে যায়।