কাহিনীতে সাদৃশ্য কতটুকু আছে তা সিনেমা মুক্তির পর বোঝা যাবে হয়তো। তবে ট্রেলার কিংবা পোস্টারে যেভাবে ‘গ্রেট গেটসবাই’ সিনেমা থেকে অনুপ্রাণিত (!) হিমেশ রেশামিয়ার ‘দ্য এক্সপোজ’- তাতে বিতর্কের সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। কাহিনীর বিবরণে ছবিতে রবি কুমাররূপী হিমেশ একজন বরখাস্ত পুলিশ অফিসার। জীবনের শেষ অভিপ্রায় থেকে যার পদার্পণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। প্রেমের বাণে রবি নিজেকে আবদ্ধ করেন আরেক গ্রাম থেকে আসা উচ্চাভিলাষী তরুণী চান্দনীর সঙ্গে। চান্দনীর জীবনের ইচ্ছা বড়মাপের বলিউড তারকা অভিনেত্রী হওয়ার। সিনেমা নিয়ে সবার জল্পনা-কল্পনা যখন চরমে তখনই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটে এক চরমতম ঘটনা। ছাদ থেকে পড়ে মারা যান ‘টক অব দ্য টাউন’ অভিনেত্রী জারা। ঘটনার সঙ্গে একে একে জড়িয়ে যান অনেকেই। আÍহত্যা, নিছক দুর্ঘটনা নাকি হত্যা এই ধূম্রজাল যখন চারদিকে তখন এই ধোঁয়াশা কাটাতে এগিয়ে আসেন সিদ্ধহস্ত একসময়কার পুলিশ রবি কুমার। নিতান্ত মার্ডার হিস্ট্রি ধাঁচের ছবিটিতে শুধু হিমেশই নয়, অভিনয়ে নাম লিখিয়েছেন হালের ক্রেজ হানি সিংও। তবে হাসির পাত্র হিসেবে হিমেশকে নিয়ে অনেকেরই মন্তব্য, ‘সুরকার গায়ক থেকে অভিনেতা হওয়ার মিছে আশার গল্পই হয়তো পুলিশ থেকে অভিনেতা হওয়ার গল্পের সঙ্গে জুড়েছেন হিমেশ।’ শেষ পর্যন্ত তা কতটুকু সাফল্যে মুখ দেখবে সেটাই দেখার বিষয়। অনন্ত মহাদেবনের পরিচালনায় ‘দ্য এক্সপোজ’ মুক্তি পাচ্ছে আসছে ১৬ মে। 

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.