সাময়িকী.কম
সানি আজকাল বলিউডের হিট তারকা। আর এই জন্যই তার ইচ্ছা-অনিচ্ছারও মূল্য আছে বৈকি। শোনা যাচ্ছে বলিউডের তিন খানের সঙ্গ পাওয়া লিওনির ইচ্ছের তালিকায় শীর্ষে রয়েছে। আর এই তিন খান হলেন শাহরুখ, সালমান ও আমির। ‘রাগিনি এমএমএস টু’-খ্যাত ওই অভিনেত্রী বলেন, “আমি তিনজনকেই চাই। তবে একসঙ্গে নয়। কারণ আমি তাদের একজনকে অপরজনের সঙ্গে মেলাতে চাই না।”
লিওনি আরও বলেন, “প্রতিটি অভিনেত্রীরই স্বপ্ন থাকে খানদের সঙ্গে অভিনয় করার। আর সুযোগ পেলে আমিও তা লুফে নেব।”
নবীন নায়ক রানভীর সিংয়ের সঙ্গেও অভিনয়ে আগ্রহী লিওনি। তিনি জানান, যারা তার সঙ্গে কাজ করতে আগ্রহী তাদের তিনিও গুরুত্ব দেবেন।
পুজা ভাটের ‘জিসাম টু’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমার জগতে পা রাখেন ইন্দো-কানাডিয়ান এই অভিনেত্রী। বলিউডে টিকে থাকার জন্য কঠোর পরিশ্রমেও আপত্তি নেই তার।
“আমাকে অনেক ধরনের পরিস্থিতিরই মুখোমুখি হতে হয়েছে। অনেকেই আমাকে নিয়ে কাজ করতে ভয় পান। কারণ আমার অতীত একটু ভিন্ন। তবে এ থেকে আমি পালাতেও পারব না। অভিনয়ের মধ্য দিয়ে সকলের আস্থা অর্জন করতে হবে আমাকে।”

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.