সাময়িকী.কম
বলিউডের অন্যতম সুপারস্টার ঋত্বিক রোশন যে তার ব্যক্তিগত জীবনের টানাপোড়ন থেকে যে বেরিয়ে আসতে পেরেছেন তা এখন অনেকখানি স্পষ্ট। তবে স্ত্রী সুজানের সাথে বিবাহ বিচ্ছেদের পর সন্তানদের প্রতি নিজের দায়িত্বকে কখনোই অবহেলা করেননি। যখনই সময় পাচ্ছেন দুই ছেলে রিহান এবং রিদানের সাথে সময় কাটাচ্ছেন কখনো সিনেমা দেখে আবার কখনো বিদেশ ভ্রমণে বেরিয়ে।
শুধু তাই নয় সন্তান এবং বাবার সাথে কাটানো মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে সেগুলো আবার আপলোড করে দিচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। আর তাই এবার ঋত্বিকের ভক্তদের জন্য নিয়ে হাজির হলাম ঋত্বিকের জীবনের কিছু অদেখা মুহূর্ত নিয়ে।
ছবিটি দেখুন সাদা ঘোড়ার পিঠে বলিউডের এই হার্টথ্রবকে। শুধু ছবিটি নয় লক্ষ্য করুন ছবিতিতে দেয়া ক্যাপশনটিতে...
রিহান এবং রিদানের সাথে প্যারিসে গুরে বেড়ানোর সময়কার একটি অদেখা ছবি।
প্রযোজক-পরিচালক বাবা রাকেশ রোশনের সাথে দুই ছেলেকে নিয়ে বাবা ঋত্বিক রোশন।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.