বলিউডের খলনায়ক সিনেমাটির কথা মনে আছে তো সবার? সেই সময়ের সুপার-ডুপার হিট। যেখানে ছবির নায়ক সঞ্জয় দত্তই হলো ছবির নেগেটিভ চরিত্র। ছবির নাম যখন খলনায়কের নামে তাহলে মূল চরিত্রকে তো নেগেটিভ রোলেই কাজ করতে হবে।
তখনই মুভি রিলিজের আগে এই নিয়ে চলেছিল জোর জল্পনা। ঠিক একই প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে ‘এক ভিলেন’ নিয়েও। শ্রদ্ধা কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রার আগামী ছবি ‘এক ভিলেন’ যার গান এখন মানুষের মুখে মুখে ঘুরছে। সেই সিনেমার আসল ভিলেন বা খলনায়ক কে?
সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। সিদ্ধার্থ মালহোত্রা নাকি ছবির অপর নায়ক রীতেশ দেশমুখ? কিন্তু গল্পের আসল টুইস্ট এখানেই। সম্প্রতি একটি ব্লগে শ্রদ্ধা কাপুরের একটি হুডি পড়া ছবি দেখে বলিউডের ধারণা যে সিনেমার আসল ভিলেন শ্রদ্ধা কাপুর।