সাময়িকী.কম
জনপ্রিয় মডেল তারকা আনিকা কবির শখ। ভক্তরা তাকে শখ নামেই চেনে। মিষ্টি চেহারা, সুন্দর হাসি আর অসাধারণ চোখ জোড়ার সৌন্দর্যে তিনি বহু ভক্তের মন জয় করে নিয়েছেন ক্যারিয়ারের খুব অল্প সময়েই। দেশের নামিদামী সব ব্র্যান্ডের মডেল হয়েছেন তিনি। সেই সঙ্গে করেছেন বেশ কিছু নাটক ও একটি সিনেমা। শখের ফেসবুক একাউন্টেও আছে অসংখ্য ফলোয়ার ও ফ্রেন্ড। আর ভক্তদের সাথে নিজের যোগাযোগটা আরো মজবুত করতে তিনি প্রতিনিয়তই আপডেট করছেন নিজের প্রোফাইল। আর নিয়মিতই 'চেক ইন' এর সাথে দিচ্ছেন মজার মজার সেলফি। দেখুন সেলফি পাগল শখের কিছু সেলফি এবং জেনে নিন তার সম্পর্কে কিছু তথ্য।
১৯৯৩ সালের ২৫ অক্টোবর জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী।
শখের প্রথম টিভি নাটক ছিলো ‘স্বাক্ষর’ নামের একটি নাটক। ২০০২ সালে শিশুশিল্পী হিসেবে এই নাটকে অভিনয় করেন তিনি। পরবর্তিতে বড় হয়ে ধারাবাহিক ‘অদ্ভুতুরে’ এর মাধ্যমে অভিনয় শুরু শখের।
শখ শুধু মডেলিং এ থামিয়ে রাখেননি ক্যারিয়ার। চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। শখ অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র হচ্ছে 'বলো না তুমি আমার'।
মডেলিং ও অভিনয়ের পাশাপাশি শখের আরেকটি পরিচয় হলো তিনি একজন নৃত্যশিল্পী।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.