সাময়িকী.কম
ফুটবল বিশ্বকাপ মানেই সারাবিশ্বের ফুটবল প্রেমীদের আনন্দের উত্সব, মাঠের গ্যালারিতে অথবা টিভির সামনে বসে টান টান উত্তেজনা, উন্মাদনা, আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে তর্ক-বিতর্কের ঝড়। বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা তখন থেমে নেই বাংলাদেশও। পছন্দের দলের পতাকা উড়ছে বাড়িতে, পাড়ার অলিতে-গলিতে তার সাথে দোকানে-অফিসে। 

ফুটবল বিশ্বকাপের আনন্দ, উত্তেজনা ও উন্মাদনা আরো বাড়িয়ে দিতে সাময়িকী.কম আয়োজন করতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা। ফাইনাল খেলা পর্যন্ত চলবে প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে ঘরে বসে জিতে নিন হাজার হাজার টাকার আকর্ষনীয় পুরস্কার ও মোবাইল রিচার্জ

অংশগ্রহন করতে চোখ রাখুন আপনাদের প্রিয় সাময়িকী.কমে।

নিয়মাবলী:

•    কুইজে অংশ নিতে পারবে যেকোনো বাংলাদেশী নাগরিক।
•    প্রতিদিন লটারির মাধ্যমে একজন বিজয়ীকে পুরস্কৃত করা হবে 
•    ফাইনাল শেষে মেগা ড্রতে পুরস্কার পাবে ১০ জন   
•    একজন প্রতিযোগী প্রতিদিনই অংশ নিতে পারবে
•    প্রথমে কুইজের প্রশ্নটি পড়ে সঠিক উত্তরে গোলচিহ্নিত ঘরে ক্লিক করতে হবে। 
•    তারপর লিখতে হবে পূর্ণ নাম।
•    এরপর লিখতে হবে মোবাইল নম্বর। (পূর্ণ মোবাইল নম্বর প্রকাশ করা হবে না)
•    সবশেষে ইমেইল আইডি লিখে submit লেখা ঘরে ক্লিক করতে হবে।
•    অসম্পূর্ণ ও ভুল তথ্য প্রদানকারী প্রতিযোগিতায় অযোগ্য বলে বিবেচিত হবেন।
•    বিজয়ীদের নাম প্রকাশ করা হবে সাময়িকী.কম এবং বিডি.টুনসম্যাগ.কমে 
•    সাময়িকী.কমের ফেইসবুক পেজেও কুইজের সকল সংবাদ জানা যাবে। 
•    প্রতিযোগিতার সকল সিদ্ধান্ত সাময়িকী.কমের। 
বিভাগ: ,

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.