তোমার ঠিকানায় অঙ্কুরিত চোখ রেখে
আমরা যারা পাথর চাপা বুকে ফিরিয়ে দিচ্ছি ডাইনামাইট ঘ্রান
মানতেই পারিনা আমাদের মৃত্যুর চেয়ে নিশ্চিত প্রেম
জীভের তলায় লুকিয়ে রেখেছে ত্রিশূলের মতো কিছুশব্দ-প্রাণ ।
যে শব্দ বুকের বাঁদিক কক্ষপথে ঘুরপাক খেতে খেতে প্রতিফলিত হয়
আমরা ভাবি হৃদয়ের বিচ্ছুরণ .....
এই প্রতিফলন
অবশেষে মৃত্যুর পালকেই মাথা গুঁজে জমিয়ে রাখে অভিব্যক্তি,ইতিহাস ।
অথচ আমরা মানতেই পারিনা
আমাদের অতল প্রবাস ।।
তাই বারে বারে
আকাশের কাঁধে মুখ রেখে বলি উঠি এই ক্যানভাস
এই দৃশ্য-পট , এই প্রচ্ছদ , এই অলংকরন
আমার প্রেয়সীর আয়নায় ধরলে, খুবই চেনা চেনা মুখ হয় ।
আমরা অলীক কাব্যগ্রন্থের প্রথম পাতা উল্টেই
পড়ে ফেলি প্রথম কবিতা
এই প্রেমে মৃত্যুঅবিনশ্বর.... ।।
বর্ধমান , মাধবডিহি, পশ্চিমবঙ্গ, ভারত ।