আরিফ বিন নজরুল
যেদিন হবে প্রেমের মাঝের
ভুল বুঝা-বুঝির অবসান,
সেদিন প্রিয়া জানবে তুমি
প্রেমে এই হৃদয়ের অবদান ।
সেদিন হয়তো থাকবোনা আর
এই রুপের জগত সংসারে,
মুছে যাবে সেদিন তোমার মনের
ডুবে ছিলে যে অহংকারে ।
শেষ প্রণয়ের আশায় আশায়
জীবনই হয়ে গেলো শেষ,
আফসোস করে কি আর হবে
যেদিন হয়ে যাবো নিরুদ্দেশ ।
আজকে তোমার আহংকারের
বলি হলো আমার হৃদয়,
এই তুমিও উজাড় করতে সব
আমার জন্য একটা সময় ।
কিভাবে যে ছিঁড়ে গেলো এই
হৃদয়ে গাঁথা প্রেমের মালা,
তুমি হয়তো সুখেই ছিলে বেশ
বুঝেছি আমি কেমন জ্বালা ।
যেদিন হবে প্রেমের মাঝের
ভুল বুঝা-বুঝির অবসান,
সেদিন প্রিয়া জানবে তুমি
প্রেমে এই হৃদয়ের অবদান ।
সেদিন হয়তো থাকবোনা আর
এই রুপের জগত সংসারে,
মুছে যাবে সেদিন তোমার মনের
ডুবে ছিলে যে অহংকারে ।
শেষ প্রণয়ের আশায় আশায়
জীবনই হয়ে গেলো শেষ,
আফসোস করে কি আর হবে
যেদিন হয়ে যাবো নিরুদ্দেশ ।
আজকে তোমার আহংকারের
বলি হলো আমার হৃদয়,
এই তুমিও উজাড় করতে সব
আমার জন্য একটা সময় ।
কিভাবে যে ছিঁড়ে গেলো এই
হৃদয়ে গাঁথা প্রেমের মালা,
তুমি হয়তো সুখেই ছিলে বেশ
বুঝেছি আমি কেমন জ্বালা ।