সেখ সাদ্দাম হোসেন
আজ আষাঢ়ের এতগুলো দিন বাদে তুই এলি
কোথায় গেছিলি ?
তোর অভাবে হাঁড়ি থেকে চলকে উঠেছে জল
চল্আজ বেমালুম ভিজে যায় চল্ ....
বুকের ভিতর আষ্টে পিষ্টে জমে আছে ধূলো
জমির ত্বকে বলিরেখা গুলো আরও স্পষ্ট হচ্ছিলো
অথচ দ্যাখ আজ তোকে পেয়ে সকলেই উনিশ ।
বোধহয় তুই জানিস ....
বর্নমালার একপ্রান্ত থেকে আরেকপ্রান্ত ভালোবেসে গেলাম যাকে
আজ ফেরুনি রঙের আকাশ ওড়ায় অন্য নদীর বাঁকে ।
তবুবলি, দ্যাখা হলে প্রথমে নমস্কার তারপর কুর্ণিশ
আর শেষে বলে দিস্ ....
আমার দ্রাঘিমারেখায় আর নিম্নচাপ ঘনীভূত হয়না ।।
বর্ধমান, মাধবডিহি, পশ্চিমবঙ্গ
আজ আষাঢ়ের এতগুলো দিন বাদে তুই এলি
কোথায় গেছিলি ?
তোর অভাবে হাঁড়ি থেকে চলকে উঠেছে জল
চল্আজ বেমালুম ভিজে যায় চল্ ....
বুকের ভিতর আষ্টে পিষ্টে জমে আছে ধূলো
জমির ত্বকে বলিরেখা গুলো আরও স্পষ্ট হচ্ছিলো
অথচ দ্যাখ আজ তোকে পেয়ে সকলেই উনিশ ।
বোধহয় তুই জানিস ....
বর্নমালার একপ্রান্ত থেকে আরেকপ্রান্ত ভালোবেসে গেলাম যাকে
আজ ফেরুনি রঙের আকাশ ওড়ায় অন্য নদীর বাঁকে ।
তবুবলি, দ্যাখা হলে প্রথমে নমস্কার তারপর কুর্ণিশ
আর শেষে বলে দিস্ ....
আমার দ্রাঘিমারেখায় আর নিম্নচাপ ঘনীভূত হয়না ।।
বর্ধমান, মাধবডিহি, পশ্চিমবঙ্গ