মাহমুদ নজির
সূর্য সাক্ষী রেখে আমি তোমায় ভালোবাসার কথা বলেছি।
চন্দ্র সাক্ষী রেখে আমি তোমায় ভালোবাসার কথা বলেছি।
এই আকাশ বাতাস নদী মাটি ফুল পাখি প্রজাপতি সবুজ বনানী জানে।
পায়ে চলা পথের প্রতিটি ধূলিকণা
মেঘলা আকাশে জমে থাকা বিন্দু বিন্দু জল ভোরের শিশির দুর্বাঘাস কলমীলতা ধানশালিক পিঁপিলিকা সেও জানে।
আর জানে রাজ্জাক বিএসসি নুরু স্যার জয়নাল মান্নান গাজী আমিনা ডাকপিয়ন পাড়ার সব লোকে।
আমার এ ভালোবাসার ছোট্ট হৃদয়খানি তাইতো ব্যাকুল তোমার জন্য,
প্রতীক্ষায় গুনে গুনে দিন।
জাগ্রত চৌরঙ্গীর মতো আমি স্থির দাঁড়িয়ে আছি চৌরাস্তার মোড়ে গলে পড়ে স্বপ্নের সোনালি তাবিজ বানিয়ার রুপকাঠি।
পুরোনো চিঠির বান্ডিল থরেবিথরে রেখেছি গচ্ছিত
রঙঝলা টিনের বাক্সে।
চেতনার আঙিনায় প্রতি মুহূর্তে ভেসে ওঠে তোমার আলোকিত মুখ
পূর্ণিমার মতো জোছনা ছড়ানো
মৌসুমী হাসি, কাজল চোখ চপল চন্দনা।
খোদার কসম ভুলতে পারিনা আমি ভালোবাসি তাই লিখে রেখেছি নাম রক্তের অক্ষরে হৃদয়ের খাতায়।
তুমি মনে রেখো।
সোনাপুর, দুবাই
সংযুক্ত আরব আমিরাত
সূর্য সাক্ষী রেখে আমি তোমায় ভালোবাসার কথা বলেছি।
চন্দ্র সাক্ষী রেখে আমি তোমায় ভালোবাসার কথা বলেছি।
এই আকাশ বাতাস নদী মাটি ফুল পাখি প্রজাপতি সবুজ বনানী জানে।
পায়ে চলা পথের প্রতিটি ধূলিকণা
মেঘলা আকাশে জমে থাকা বিন্দু বিন্দু জল ভোরের শিশির দুর্বাঘাস কলমীলতা ধানশালিক পিঁপিলিকা সেও জানে।
আর জানে রাজ্জাক বিএসসি নুরু স্যার জয়নাল মান্নান গাজী আমিনা ডাকপিয়ন পাড়ার সব লোকে।
আমার এ ভালোবাসার ছোট্ট হৃদয়খানি তাইতো ব্যাকুল তোমার জন্য,
প্রতীক্ষায় গুনে গুনে দিন।
জাগ্রত চৌরঙ্গীর মতো আমি স্থির দাঁড়িয়ে আছি চৌরাস্তার মোড়ে গলে পড়ে স্বপ্নের সোনালি তাবিজ বানিয়ার রুপকাঠি।
পুরোনো চিঠির বান্ডিল থরেবিথরে রেখেছি গচ্ছিত
রঙঝলা টিনের বাক্সে।
চেতনার আঙিনায় প্রতি মুহূর্তে ভেসে ওঠে তোমার আলোকিত মুখ
পূর্ণিমার মতো জোছনা ছড়ানো
মৌসুমী হাসি, কাজল চোখ চপল চন্দনা।
খোদার কসম ভুলতে পারিনা আমি ভালোবাসি তাই লিখে রেখেছি নাম রক্তের অক্ষরে হৃদয়ের খাতায়।
তুমি মনে রেখো।
সোনাপুর, দুবাই
সংযুক্ত আরব আমিরাত