সেখ সাদ্দাম হোসেন 

১.
চৌকাঠের ওপারে যে নৃতত্ত্ব লুকিয়ে আছে
আমি তারই গবেষক ।
জল ভরা মেঘের মতো তার দুটো চোখ
অথচ আমার রোমাঞ্চ নেই....
প্রতি রাতে শুতে যাবার আগে যে প্রতিবিম্ব জাগে
সেখানে আমি আজও ক্রিতদাস....
যা কিছুআমার
আমার স্নায়ু, আমার চিন্তা, আমার দেশ
তা নিয়ে ভাবার অধিকার নেই ।।

২.
নেটওয়ার্কের হাত ছিনিয়ে ছুটে পড়েছি আমি
আমার অজ্ঞাতবাসে মধ্যাকর্ষন নেই
এখানে নৈশব্দ
হলুদ কালপুরুষের কবিতা শোনায় ।
তবুযদি মাটির মমত্ব আসে
বজ্রের মতো মুক্তিবেগে আছড়ে পড়বো
তার দশ বাই বারো ফুট ঘরে ।।


 

বর্ধমান,  মাধবডিহি, পশ্চিমবঙ্গ

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.