রফিকুল ইসলাম সাগর
সাময়িকী.কম
ফেইসবুকে একজন ব্রাজিল সমর্থকের স্ট্যাটাস পড়লাম। তিনি লিখেছেন, আর্জেন্টিনা দলের লিওনেল মেসির কাজ নাকি মাঠে ঘুরাঘুরি করা। তার উদ্দেশ্যে কিছু না বলে পারলাম না, মেসি মাঠে ঘুরাঘুরি করেই এই অবস্থা আর যদি খেলতো তাহলে কি হতো বুঝুন।
সাময়িকী.কম
ছবি: সংগৃহীত |
ফেইসবুকে একজন ব্রাজিল সমর্থকের স্ট্যাটাস পড়লাম। তিনি লিখেছেন, আর্জেন্টিনা দলের লিওনেল মেসির কাজ নাকি মাঠে ঘুরাঘুরি করা। তার উদ্দেশ্যে কিছু না বলে পারলাম না, মেসি মাঠে ঘুরাঘুরি করেই এই অবস্থা আর যদি খেলতো তাহলে কি হতো বুঝুন।
ফেইসবুকে আরো একজনের স্ট্যাটাসে পড়েছিলাম তিনি মেসি সম্পর্কে লিখেলেন, মেসি নাকি কোনো খেলোয়াড়ই না। যারা এমন মন্তব্য করে আমি বলব, তারা ফুটবল খেলার কিছুই বুঝেনা।
আমি আর্জেন্টিনার সমর্থন করি তাই বলে বলিনা যে- নেইমার খারাপ খেলোয়াড়। ব্রাজিলের খেলার দিন কামনা করি যে, নেইমার অন্তত গোল করুক। কলম্বিয়ার সাথে ব্রাজিলের খেলায় ফাউলের কারণে নেইমার যে মারাত্নক আহত হয়েছে তাতে তার আগামী খেলায় অংশগ্রহন সম্ভব নয়। আমি আর্জেন্টিনার সমর্থক হলেও ব্যাপারটি কিন্তু আমার খারাপ লেগেছে। আগামী খেলায় নেইমারের অংশগ্রহন কামনা করেছিলাম।
দল পছন্দ করি তাই বলে গায়ের জোরে পাহাড় ঠেলি না। মেসির মত খেলোয়াড়-রা আর্জেন্টিনার না, পুরো ফুটবলের।