জনি ডিপকে আমরা সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে বিভিন্ন রূপে দেখেছি। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমার সিরিজগুলোতে দেখেছি ক্যাপ্টেন জ্যাক স্পেরো চরিত্রে, এলিস ইন ওয়ান্ডারল্যান্ড সিনেমায় ‘ম্যাড হেটার’, Sweeney Todd: The Demon Barber of Fleet Street সিনেমায় ‘Sweeney Todd’ চরিত্রে কিংবা ডার্ক স্যাডোস সিনেমায় ‘বার্নাবাস কলিন্স’ চরিত্রে। এই রকম বহুমাত্রিক রূপে আমাদের বিস্মিত করেছেন জনি ডিপ। এবার আসছেন নতুন আর এক চরিত্রে। বোস্টনে “Black Mass” সিনেমার শ্যুটিঙে ধূসর রঙা ডাবল ব্রেস্টেড কোট-টাই পরা লোকটিকে যার নীল চোখ ও কুঁচকানো মুখের ত্বক আর ব্যাকব্রাশ করা কমে যাওয়া চুল দেখে চেনার উপায়ই ছিলো না যে ইনিই ক্যাপ্টেন জ্যাক স্পেরো, জনি ডিপ।
নির্মাতা স্কট কুপার নির্মান করছেন “Black Mass” সিনেমাটি ২০০১ সালে “Black Mass: The True Story” নামের একটি বইয়ের সত্য ঘটনা থেকে। আর এই সিনেমাটিতে ৮৪ বছর বয়সের হুয়াইটি বালগার চরিত্রে অভিনয় করছেন জনি ডিপ। যে কিনা ১১ টি খুনের অভিযোগে অভিযুক্ত। এমন একটি দুর্দান্ত চরিত্রে জনি ডিপকে নতুন ভাবে দেখার আগ্রহে রয়েছে জনি ভক্ত দর্শকেরা। তবে আগ্রহীদের অবশ্যই অপেক্ষা করতে হবে ১৮ সেপ্টেম্বর, ২০১৫ সাল অবধি। কারণ ঐ তারিখে মুক্তি পাওয়ার কথা “Black Mass” সিনেমাটির।