রবিউল কমল।
ফিলিস্তিনে ফুটছে বোমা ঘুম আসে না মাগো
তোমার খোকা যুদ্ধে যাবে এবার তুমি জাগো।
মারছে শিশু হায়েনাতে পুড়ছে মায়ের কোল
কেমন করে তোমার খোকা দোল্নাতে খায় দোল?
ফুল ফোটেনা ওদের বাগে রান্না হয় না হাড়িতে
বুলেট বোমায় বন্দী এখন ওরা নিজের বাড়িতে।
শিশুরা তো ফুলের মতো ফুল ছড়াবে সৌরভ
ফুলের সাজে সাজাবে দেশ বাড়াবে তার গৌরব।
কিন্তু ওরা মারছে কেন এই শিশুদের পুড়িয়ে
দিচ্ছে কেন মায়ের কোলকে বুলেট দিয়ে গুড়িয়ে?
ঘুম আসে না মাগো, চোখে যে ভাসে ওদের মুখ
ঝাঝরা করে দিচ্ছে কেন নিষ্পাপ শিশুর বুক।
কোথায় তোদের শান্তি সংঘ কোথায় গেলো বোধ
ফুলের মতো শিশু মেরে কিসের প্রতিশোধ?
কালিগঙ্জ, সাতক্ষীরা।