সেখ সাদ্দাম হোসেন 

বৃষ্টির ফোঁটা স্পর্শ করলো যখন পাতার উড়ো চুল

কি যেন কি বলে গেলো কানে কানে !

ওদের ভাষার শব্দ নির্বাক

কিন্তুরহস্যময় .....

আমিও নির্বাক হবো একদিন ।

শিল্পীর ক্যানভাসে পালক খসিয়ে রেখে যাবো রঙ

ধানের জাঙির গায়ে ফুটফুটে রোদ

পরিত্যক্ত বাড়ির পিছনে তুলসীর ফুল

সদ্যোজাতের প্রথম কান্নায় বানভাসি বুক

প্রতিটি শব্দের খোসায় সাঁওতালী প্রেম ।

আর আমার নামের বাঁদিকে

একটা বড় শূন্য

যার চরপাশে বিবর্ণ বাষ্প হয়ে ঘুরপাক খাবো আমি ।।




বর্ধমান , মাধবডিহি, পশ্চিমবঙ্গ, ভারত

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.