জুনান নাশিত

চেয়েছি শব্দের মাঝে শব্দহীন হতে
কোলাহোল মাখা চাঁদ বন্ধ দরোজার ওপাশে
তার সাথে কেবলই দ্বৈরথ।

যে জীবন চেয়েছি দূর থেকে দেখি তাকে
যেন শোকের প্রতিবিম্বে ঘূর্ণিতোলা রাজহাঁস
উদ্যত ইচ্ছের রণে যার পালকের আভা
ক্রমে ক্রমে অপরাহ্ন সেতার।

আমি চেয়েছি শুদ্ধতর বিলাপ
কান্নার ক্রোমোজম ভেঙে
যে কিনা সাঁতরে পাড়ি দেবে
অন্ধকারের দোলাচল;
নিপাট নিষ্ঠুরতা ভুলে দাঁড়াবে হেসে
ভাঙবে রঙধনু সম্মোহন।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.