মাহবুবা ফারুক

কাকের চোখের মত
বৃষ্টির জলের মত
একটু মন আছে আশার পাত্রে
বিশ্বাসের কাছে দীক্ষা নিয়েছি সমর্পণে যাত্রা
ক্ষনেকের ভাললাগাও নিজস্ব সুখ
সময়ের সুতোয় গাঁথা সম্মতির গল্প
বাঁশি কি বাজে ঠোঁট না ছুঁয়ালে?
মেঘ উড়ে যেতে পারে
বৃষ্টি ঝরে যেতে পারে
মেঘে মেঘে না মিললে কি বৃষ্টি হত?
যতটুকু নিয়ে যেতে পার ততটুকু যাব।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.