মডেলিং জিনিসটাকে অনেক অভিভাবকই ভালো চোখে দেখেন না। নাটক বা সিনেমায় অভিনয় যতোটা ভালো চোখে দেখেন সেই তুলনায় মডেলিং পছন্দ করেন না। তাও যদি আবার মাত্র ৫ বছর বয়েসি একটি শিশু মডেল হয় তাহলে তো কথাই নেই।
কিন্তু এই অসম্ভটাকে সম্ভব করে করে বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ান একজন ফটোগ্রাফার ‘বিল গেকাস’। বিল তার নিজের মেয়েকে অসাধারণ সব রূপে সাজিয়ে দারুণ কিছু ছবি তোলেন। প্রথমে আহামরি না লাগলেও, ছবিগুলো আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে। আসুন দেখি সেই ছবিগুলো।
প্রচ্ছদেই দেখতে পাচ্ছেন বেড়াল হাতে আনমনা পাঁচ বছর বয়েসি অসাধারণ মডেল।
আঠারো শতাব্দীর গৃহিণীদের ভূমিকায় নিজের মেয়েকে সাজিয়েছেন বিল গেকাস।
এই ছবিটি দেখেই বোঝা যায় বিলের প্রাচীন আমলের প্রতি রয়েছে তীব্র মোহ, সেই অনুযায়ীই সাজিয়েছেন তিনি নিজের মেয়ে।
উনবিংশ শতাব্দীর স্প্যানিশ সম্ভ্রান্ত ঘরের কৌতূহলী রমণী।
আঠারো শতাব্দীর পড়ুয়া ইংরেজি রমণীর ভূমিকায় রেখেছেন নিজের মেয়েকে বিল।
শুধুমাত্র প্রাচীন নয় বর্তমানের মুভির চরিত্রেও নিজের মেয়েকে সাজিয়েছেন বিল। বেঁছে নিয়েছেন ব্যাটম্যান সিরিজের ‘জোকারের’ চরিত্রটি।
পোশাকে সামান্য পরিবর্তন এবং লাইটিং এর কারসাজিতে ব্রিটিশ রানীর ভূমিকায় ৫ বছরের শিশু।
উনবিংশ শতাব্দীর সম্ভ্রান্ত ঘরের নারী, বাইরে বেরুনোর জন্য যেন একেবারে প্রস্তুত।
স্প্যানিশ কৃষক কন্যা। বাজারে নিয়ে যেতে প্রস্তুত নিজের ফলানো ফল।
‘ইরানী রমণীর অব্যক্ত কথা’ নাম দিয়েছেন এই ছবির বিল।