চন্দানুভব

          ... প্রতিসন্ধ্যায় শিমক্ষেতকে ভালবেসে

গোলাপী শিমক্ষেতের নিচে হোঁচট খায় সন্ধ্যা। চন্দনাকে ধরতে হুমড়ি খাচ্ছে ছাইপাসেরা। এইসব ভীম-রথি চাখতে চাখতেহাওয়া-পাল্টাহাওয়া গিলতে গিলতে টা....ন টান খপ্পরবাজী।

রাসায়নিক হয়ে উঠছে শিমফুলের প্রেমিক-পতঙ্গরা....
                                     এসময় উদ্বাস্তু
কাল হয়ে ফেঁসে ফেঁসে যায় আলো-অন্ধকার

গৃহবন্দী...


দৃশ্যান্তর

মচমচে রোদ তরতাজা দুপুরে লাফিয়ে লাফিয়ে চলে। এ দৃশ্যে দেয়ালের ছায়াটা ঈষৎ বাঁকা। ছায়াটা ঘুম ভালবাসে।

সবুজপোকা অবিকল ঘাসেরই মত। ওদের পাশ কাটিয়ে বেসামাল পা পিষে ফেলে ঘাসফুলের বেদম বিকাল। ঘাসফুল কার ছিলোএদৃশ্যে কুয়াশারা বিজয়ীসুযোগমত যাত্রা করে শরতের ভোরে...


ছায়াশহর

দূরে সরে গ্রামের রেখা
আমরা শহরের কেন্দ্রে
শরীরে জড়ায় শহর
যেভাবে গাছকে জড়িয়ে রাত
আগুন জ্বলে প্রতিদিন
ধোঁয়া ধোঁয়া ওড়ে দ্বিধা
আর আমাদের বন্ধুরা মরে যায়...

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.