একটা ঘুম উড়ে গিয়ে ছাদে বসল
আমার কোনো ছাদ নাই।
একটা মেয়ে হাসি মারল
থেমে গেল যাত্রীবাহী যান
ছেলেটাও খান খান
খুন হয়ে গেল।
শীতলক্ষ্যাও উদরে পেল কত লাশ
রক্তের আকাশ।
তোমাদের কোনো আকাশ নাই
আসমানে তাকানোর কোনো উপলক্ষ নাই
যক্ষের ধন সব আঁকড়ে আছে
আকাশে পাতালে
স্বৈরজালে সব লোলুপতা
অসীম ক্ষমতা যার
মেয়েটার হাসি গুম হয়ে গেল।
আমারার ঘুম নাই কত বহু দিন
চিন চিন ব্যথা বাজে কিছু কহি না
আমরা হাসি না বহুকাল মা
স্রোতের উদরে আর লাশ ধরে না।
একটা লাশ উড়ে গিয়ে বাতাসে খেলছে
আমাদের চোখ নাই কিছু দেখছি না।
ছেলেটাও খান খান
খুন হয়ে গেল
মেয়েটার হাসি গুম হয়ে গেল।