শাহীনা কবির

রুপাঞ্জেল, স্বর্গকুমারী তুমি, তোমার দীঘল চুলে
প্রভাত সূর্য গড়িয়ে পড়ে লুটোপুটি খেলা করে,
তুমি কেশ এলিয়ে বন পথে হেঁটে বেড়াও যখন
বুনো ফুলেরা চুলের সুগন্ধি হতে তোমার পায়ে পড়ে।

তোমার ছড়ানো কেশকে কালো মেঘ ভেবে
চাতক ভুল করে,উড়ে এসে তার পথ হারিয়ে ফেলে
লজ্জা পেয়ে আকাশের যত মেঘ ছুটতে থাকে
ভেসে ভেসে অবশেষে আশ্রয় নেয় হীমালয় কোলে।

সন্ধ্যা হলে আর তারাদল আকাশে থাকেনা
অস্থির হয়ে ওঠে তোমার গহীন চুলের লোভে
তারাফুল হয়ে নিজের জীবন ধন্য করতে চায়
প্রজাপতিরাও ডাক পেয়ে যায় সে ফুলের,অনুভবে।। 

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.