আজিম আকাশ

দু’টি শব্দের একটি বারতা
বছর ঘুরে আসে,
দু:খ-বেদনা ভুলে সবাই
খুশির জোয়ারে ভাসে।
কত সংযমের পর, কত ত্যাগ-
কত ভোগ-বিলাস দূরীভূত করে,
তিরিশ সিয়াম পালনের পর
তুমি এলে তবে, মোমিনের ঘরে।
কাস্তের মত বাঁকা চাঁদের হাসি
মায়ের মতই কত না মধুর,
বিপুল উল্লাসে, অধির আগ্রহে
চেয়ে থাকি ঐ আকাশ সুদূর।
আজি কাঁধে কাঁধে মিলিয়ে
বুকের পাঁজরে জড়িয়ে,
ভুলে যাই সব হিংসা-বিদ্বেষ-
আতর-খুশবো ছড়িয়ে।
দূর কর সব মনোবিকার
দু:খ-গ্লানি ফেলে পশ্চাতে,
ঈদের খুশি থাক না অটুট
চিরকাল তোমাতে-আমাতে।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.