রেবেকা ইসলাম
আমি বুঝি ,বেশ ভালোভাবেই বুঝি,
তুমি বোঝাতে পারো না তোমার ভালবাসার গভীরতাকে
ছড়িয়ে দিতে পারো না তোমার অনুভূতির প্রজ্জ্বলনকে,
মশালের মতন দাউ দাউ করে,
বুকের ভিতর খাঁচা বন্দী হয়ে আছে
তোমার না বলা কথাগুলো
যেন গুমোট ঘরে বন্দিনী রাজকন্যা।
আমি বুঝি , বেশ ভালোভাবেই বুঝি,
তুমি বোঝাতে পারো না তোমার চোখের ভাষার নিগূঢ়তাকে,
তোমার চোখের অব্যক্ত ভাষার ভালোলাগার স্তুতিগুলো
অপ্রকাশিত পাণ্ডুলিপির মত,
ধুলায় ধূসরিত , চাবি হারিয়ে যাওয়া মনের কোন সিন্দুকে
একেলা নিস্প্রাণ পড়ে আছে
শত সহস্র পল চলে যায় নীরবে ।
আমি এটাও বুঝি, বেশ ভালো করেই বুঝি
অনন্তকাল ধরে সে রবে নীরবে
আসবে না আমার মনের গহন মৃগয়া-ভূমিতে
অহংবাদী নীল রঙা অভিজাত ধ্রুপদী মন তোমার
আমাকেই সব বুঝে নিতে হবে,
যেন আমাকেই সব খুঁজে নিতে হবে ...... অকুণ্ঠে
সেই পরম আকাঙ্খিত না বলা সেই কথা ।
আমি বুঝি ,বেশ ভালোভাবেই বুঝি,
তুমি বোঝাতে পারো না তোমার ভালবাসার গভীরতাকে
ছড়িয়ে দিতে পারো না তোমার অনুভূতির প্রজ্জ্বলনকে,
মশালের মতন দাউ দাউ করে,
বুকের ভিতর খাঁচা বন্দী হয়ে আছে
তোমার না বলা কথাগুলো
যেন গুমোট ঘরে বন্দিনী রাজকন্যা।
আমি বুঝি , বেশ ভালোভাবেই বুঝি,
তুমি বোঝাতে পারো না তোমার চোখের ভাষার নিগূঢ়তাকে,
তোমার চোখের অব্যক্ত ভাষার ভালোলাগার স্তুতিগুলো
অপ্রকাশিত পাণ্ডুলিপির মত,
ধুলায় ধূসরিত , চাবি হারিয়ে যাওয়া মনের কোন সিন্দুকে
একেলা নিস্প্রাণ পড়ে আছে
শত সহস্র পল চলে যায় নীরবে ।
আমি এটাও বুঝি, বেশ ভালো করেই বুঝি
অনন্তকাল ধরে সে রবে নীরবে
আসবে না আমার মনের গহন মৃগয়া-ভূমিতে
অহংবাদী নীল রঙা অভিজাত ধ্রুপদী মন তোমার
আমাকেই সব বুঝে নিতে হবে,
যেন আমাকেই সব খুঁজে নিতে হবে ...... অকুণ্ঠে
সেই পরম আকাঙ্খিত না বলা সেই কথা ।