রফিকুল ইসলাম সাগর 
সাময়িকী.কম
ইরেশ জাকের - ছবি : ফেসবুক।


এসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা মশারফ করিম 'সরকারি কর্মচারী হলে আরও ভাল থাকতেন' বলে মন্তব্য করেছেন এসময়ের আরেক জনপ্রিয় অভিনেতা ইরেশ জাকের।

সম্প্রতি ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে ইরেশ জাকের এমন মন্তব্য জানিয়েছেন। পুরো স্ট্যাটাসে তিনি লিখেছেন, কোন অসুবিধা নাই। অনেক হাজার হাজার কোটি টাকা দিয়ে যখন আমাদের সরকার দুর্নীতির রেকর্ড করছে, কিছু কোটি টাকার বিনিময়ে যদি আমাদের ছেলেরা অন্যদেরকে রেকর্ড করতে দেয় তাহলে অসুবিধা কি? কোন অসুবিধা নাই। একটাই দুঃখ। আজকে মশারফ করিমের মত একজন অসাধারণ পারফর্মার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অসাধারণ পেফরমান্স করেও ওনার ন্যায্য পারিশ্রমিক পান না। হয়ত সরকারি কর্মচারী হলেই উনি আরও ভাল থাকতেন। তখন উনিও বলতে পারতেন যে আমার অভিনয় ভাল না লাগলে দেখ না। তোমরা আমার অভিনয় পছন্দ ভালোবেসে আমার উপর অত্যাধিক চাপ সৃষ্টি করছ।

উনি সেটা করেন না। কারণ উনি জানেন প্রতিদিন ওনার খেলার মাঠে, থুড়ি, শুটিং সেটে ফেরত যেতে হবে।
মশারফ করিম, ছবি : সংগৃহীত। 


আমি নিজের চোখে দেখেছি। জ্বরে মুখ ফুলে গেছে। তারপরও মশারফ ভাই সেট এ এসে দুর্দান্ত অভিনয় করেছেন। বছরের পর বছর দেশের মানুষকে আনন্দ দিয়েও ওনার জ্বরের ছুটি নাওয়ার সুযোগ হয়নি। কারণ তার পরের দিন ওনার অন্য সেট এ গিয়ে সেই অসাধারণ অভিনয় করতে হবে।
মশারফ ভাইয়ের বয়স একটু বেশি বলেই কি উনি আমাদের "সোনার ছেলে" ক্যাটেগরিতে পরছেন না?

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.