সাময়িকী.কম
প্রতিকী ছবি |
ঢাকা : শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বিএনপি বাজারে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের ৪১নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম (৩৫) নিহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শেরে বাংলানগর থানার ডিউটি অফিসার শামসুল আলম বলেন, রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম আগারগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন।
তিনি আরো বলেন, এর চেয়ে বেশি কিছু আমাদের পক্ষে আর জানা সম্ভব হয়নি।