সাময়িকী.কম
 সাদিয়া-বালাম। ছবি : রফিকুল ইসলাম সাগর 

নির্মাতা ইশতিয়াক ও সায়েমের ‘গল্পের শহরে’ শিরোনামের নাটকে অভিনয় করলেন এই সময়ের জনপ্রিয় গায়ক-সুরকার ও সংগীত পরিচালক বালাম। আরও মজার বিষয় হচ্ছে নাটকটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বালামের স্ত্রী সাদিয়া। 

সম্প্রতি ধানমণ্ডি ও শ্যামলীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। এই নাটকে দুইজন নায়ক আছেন। আর তাদের একজন হিসেবেই দেখা যাবে বালামকে। 

অভিনয় করা প্রসঙ্গে বালাম বলেন, ‘অভিনয়ের প্রস্তাব আমি অনেক বারই পেয়েছি কিন্তু করা হয়নি। এই নাটকটির গল্প এবং আনুষঙ্গিক বিষয়গুলো আমার খুব ভালো লেগেছে। তাই কাজটি করা। নাটকে অভিনয় করার অভিজ্ঞতাটা বেশ মজার। নাটকে আমি কিন্তু গায়ক হিসেবে অভিনয় করিনি বেশ সিরিয়াস একটি চরিত্রেই দেখা যাবে আমাকে।’ আগামী ঈদে একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হওয়ার কথা রয়েছে বলেও জানান বালাম।   
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.