আজিম আকাশ

কিছু আলো-কিছু আঁধার
তোমার আমার হবে দেখা-
হয়তো বা আবার।
কিছু কথা-কিছু কবিতা
থাক না চিরকাল হৃদয়ে গাঁথা,
কিছু সংকীর্ণতা কিছু নীরবতা
যেন ভাষাহীন কোন কবিতা।

কিছু সুখ-কিছু দুঃখ
ক্রমান্বয়ে মানুষের জীবনে আসে;
এরই মাঝে স্বপ্নময়তায় মানুষ
কখনো বা কাউকে ভালবাসে।
কিছু আবেগ-কিছু অনুভূতি
চায় স্বপ্নকে আজীবন জয় করতে,
তাইতো মানুষ শত দুঃখকে বরণ 
করে, চায় আমরণ জীবন গড়তে।

কিছু হাসি-কিছু কান্না
ক্রমাগতভাবে মানুষের জীবনে
শতবার দোলা দিয়ে যায়;
তাই শত বাঁধার প্রাচীর পেরিয়ে 
নারীর বাহুডোরে দুঃখ হারায়।

কিছু মান-কিছু অভিমান
প্রত্যেকের জীবনে চলে
নদীর মতই প্রবাহমান;
এরি মাঝে সংশোধিত মনে
ভালবাসার মধুর স্মৃতিচারণে,
করে কল্পনায় তাজমহল নির্মাণ। 


কিছু হিংসা-কিছু বিদ্বেষ
করে তুলে জীবনকে গতিহীন;
তাইতো আবেগ তাড়িত হয়ে
কখনো বা হয় মানুষ প্রেমহীন।

কিছু রোদ-কিছু বৃষ্টি
প্রকৃতির নিয়মেই আসে ক্রমাগত;
তাই অর্থহীনতার অজুহাতে কারো বা
জীবন ভালবাসার কাছে পরাভূত।

কিছু নিয়ম-কিছু অনিয়ম
চলে রাজনৈতিক গতিধারায় আজীবন;
তাই ক্ষমতার মোহে অন্ধ হয়ে কেউ করে
পকেট কিংবা পেটনীতি আমরণ।

কিছু আশা-কিছু ভালবাসা
দেয় শত জনম বাঁচার আকুলতা;
তাইতো সৃষ্টিকুলে মানুষের তরে
মানুষের এত ভালবাসার ব্যাকুলতা।



আজিম আকাশ
থানা-সোনারগাঁও,
জেলানারায়ণগঞ্জ

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.