ডা. মোড়ল নজরুল ইসলাম
চোখের নানা সমস্যা হতে পারে। এর মধ্যে চোখ ফুলে যাওয়া ও চোখের প্রদাহ হলে জরুরি প্রাথমিক চিকিত্সার প্রয়োজন পড়ে। সাধারণত: চোখে এলার্জিক কোন সমস্যা, চোখের পাতায় এক ধরনের প্রদাহ হলে বা চোখে কোন ক্ষতিকর হলে চোখ ফুলে যেতে পারে। মনে রাখতে হবে চোখ একটি অত্যন্ত সেনসিটিভ অরগান। এছাড়া ওষুধ ব্যবহারের কারণেও চোখ ফুলে যেতে পারে। যথাযথ চিকিত্সা না হলে যে কোন সময় বিপদ হতে পারে। চোখের এ ধরনের সমস্যা সম্পর্কে গুলশান ইউনাইটেড হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা: মো: খুরশিদুল আলাম এর অভিমত: চোখের এলার্জিক সমস্যা, চোখের পাতায় প্রদাহ বা সেলুলাইটিস ছাড়াও চোখের পাতায় ফ্যাট জমে যাওয়া, কিডনির সমস্যা, কিডনির প্রদাহসহ নানা কারণে চোখ ফুলে যেতে পারে। তাই চোখ ফুলে গেলে অবশ্যই নিজে নিজে চিকিত্সা করা মোটেই বাঞ্ছনীয় নয়। এলার্জি জনিত কারণে চোখ ফুলে গেলে যে কোন এন্টি-এলার্জিক চোখের ড্রাপ দিতে হবে। এছাড়া চোখের অবস্থার ওপর অন্যান্য চোখের ওষুধও দেয়ার প্রয়োজন হতে পারে। এছাড়া অনেক সময় গরম কাপড়ের ছ্যাকাতেও উপকার পাওয়া যায়। তবে মনে রাখতে হবে চোখ ফুলে গেলে বা চোখে প্রদাহ হলে প্রাথমিক চিকিত্সায় ভালো না হলে অবশ্যই কোন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। অনেক ক্ষেত্রে চোখ পরীক্ষাসহ রক্তের কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.