সাময়িকী ডেস্ক: আশিকি টু সিনেমার গান 'সুন রাহা হ্যায় না তু' গানের গায়ক অঙ্কিত তিওয়ারি ধর্ষণের দায়ে গ্রেপ্তার হয়েছেন।
অঙ্কিত তিওয়ারি |
বৃহস্পতিবার দুপুরে অঙ্কিতকে ভেসোভা পুলিশ স্টেশনে গ্রেপ্তার করা রাখা হয়। অঙ্কিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তাঁর প্রেমিকা। অভিযোগ বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অঙ্কিত তাঁর প্রেমিকাকে ধর্ষণ করেন। অঙ্কিতের ভাই অঙ্কুর সেই নারীকে খুনের হুমকিও দেন।