সাময়িকী.কম
তাঁর পরিচালনার ক্যারিয়ার শুরু শাহরুখের হাত ধরেই। দু'জনের জুটি কখনও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েনি। তবে মাঝে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে গিয়েছিল এঁদের। কিন্তু সেই সব তিক্ততা আজ অতীত আবারও বড় পর্দায় ম্যাজিক দেখাতে খুব তাড়াতাড়ি হাজির হতে চলেছে ফারহা খান এবং শাহরুখের জুটি। সিনেমার নাম হ্যাপি নিউ ইয়ার।
হ্যাঁ, এই ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা শুরু করেছে। শুধু ছবির টিজারই নয়, শাহরুখ খানের চোখ ধাঁধানো এইট প্যাক অ্যাবস-এর ছবি রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এবার তাঁর ভক্তদের জন্যে রয়েছে আরও একটি সারপ্রাইজ। হ্যাপি নিউ ইয়ার ছবির সেটে শাহরুখ খানের ওয়র্ক আউট করার ছবিও আপলোড হয়ে গেছে সামাজিক যোগাযোগের সাইটে।
সেটে ব্যায়াম করছেন শাহরুখ
শাহরুখ মানেই সবসময় নতুন কিছু, শাহরুখ মানেই সর্বদা নিজেকে ভেঙে আবার নতুন করে গড়ার চেষ্টা। আর সেই চেষ্টার সূত্র ধরেই শাহরুখের এই চোখ ধাঁধানো এইট প্যাক অ্যাবস। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি আসল না নকল? যদি আসল হয়ে থাকে, তাহলে এই ৪৮ বছর বয়সে মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা ও একাধিক অপারেশনের পরও কীভাবে তৈরি করলেন এই শরীর তিনি?
জবাবটা লুকিয়ে আছে এই ভিডিওতেই। দেখে নিন

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.