সাময়িকী.কম
দ্য ২০১৫ সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি এ্যাওয়ার্ডস সিজন আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। ২০০৭ সাল থেকে এই এ্যাওয়ার্ড প্রদান চালু হয়। ২৩০ টি দেশের নানা বয়সের ও দক্ষতার ফটোগ্রাফাররা ৭,০০,০০০ উপর ছবি প্রতিযোগিতার জন্য জমা দিয়েছে। বিশ্বের ফটোগ্রাফারদের ছবি একই প্লাটফর্মে তুলে আনার লক্ষ্যে চার ক্যাটাগরিতে ফটো আহ্বান করা হয়। ক্যাটাগরি চারটি হচ্ছে: প্রফেশনাল (লেভেল ‘সিরিয়াস’), স্টুডেন্ট (যারা ফটোগ্রাফি সম্পর্কে পড়ছে), ইয়থ (১৯ বছরের নীচে), উন্মুক্ত (উৎসাহীদের জন্য)। ৫ জানুয়ারি, ২০১৫ ফটো সাবমিট করার শেষ দিন। আপনিও অংশ গ্রহণ করতে পারেন। নিচে লিংক দিয়ে দিচ্ছি। এ পর্যন্ত সাবমিট করা ছবিগুলো থেকে বাছাই করা ১৬ টি ছবি এ পর্বে আপনাদের জন্য প্রকাশ করছি। দেখে নিন চমৎকার সব ছবি:
রুডি স্টীনব্রুগন, নেদারল্যান্ড
স্টিভ কুক, নিউজিল্যান্ড
ক্রিস উইলিয়ামস, যুক্তরাজ্য
শায়ান মুখার্জি, ভারত
রিসকি জানেয়ার
আদ্রিয়ান ক্যাপুসান, রোমানিয়া
নিক এনজি, মালয়েশিয়া
মারিয়ানা মসকুনি, ইটালি
আন্দ্রেই কজলোভস্কি, রাশিয়া
ক্যাথরিন হেলেট, কানাডা
অশ্বিনি কাপুর, ভারত
দেনিস এসাকোভ
বাও ভু, ভিয়েতনাম
কিয়াও কিয়াও উইন, মায়ানমার
মেনুয়াল ফুয়েন্তেস, চিলি
জর্জ মে, জার্মানি
ইচ্ছে করলে আপনিও অংশ নিতে পারেন। http://worldphoto.org/about-the-sony-world-photography-awards/ এই লিংকে গিয়ে সাবমিট করুন আপনার তোলা ফটোগ্রাফ।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.