আলমগীর সরকার লিটন


ঐখানে তে একটা অনেক ছবি ছিল;
দেখবো বলে আজো দেখা হলো না-
দেখলাম যখন, বলো শ্রাবণ হলো
এখানে শুধু বর্ষা না কভু ফুরালো;

ফ্রেমে বাঁধা ছবির ঘাটে রইল ছবি,
দেখো না এ! ধূসর মৃত্তিকায় রঙিন;
রঙিন হলো না বসন্ত প্রণয়ের প্রদীপ্ত
হলো শুধু সাদা ফানুষের শরত হেমন্ত ।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.