আলমগীর সরকার লিটন

তীব্র ভালোবাসার অনুভূতিতে দেখো?
শত ভাজে উড়ছে ভাসছে আর দুলছে-
সমুদ্রের নীলমাখা তরঙ্গের উত্তাল স্রোত;
সমুদ্রের নোনা জল কভু তুমি দেখেনি-
বিশটি বছর দেখেছি শুধু ঐ প্রেমযমুনার
স্বচ্ছ ভরা মিঠা পানি আর মিঠা পানি-
একচিমটি কোথায় ছিলনা কাদা বালি।

সারাটা বেলা অঙ্গপ্রতঙ্গ র্স্পশ করে ভিজেছি-
বারে বারে দুহাতে চুমুতে মুখরিত কত
হয়েছি- শোনশান বৈরী হাওয়ারা বলেছে
কেন? খুব বেশি ভালোবাসি- ভালোবাসি।
ভাবনাতে স্বচ্ছ মিঠা জল নাকি সমুদ্র ঢেউয়ে
স্বপ্ন আশায় নোনাতে মিশেছে, কখন বুঝিনি-
তবুও পূর্ণিমায় জ্বলছে দেখো? ভালোবাসা
ভালোবাসা এ খানে শুধু এ খানে এখনো।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.