রেজিনা ইসলাম 
আমি চাই পরিপূর্ণ ভালবাসা 
যেখানে দেহ ও মনের ফিফটি ফিফটি অধিকার থাকবে 
এ ভালবাসা একেবারেই নির্ভেজাল 
মাকড়সার জলের মত প্যাঁচানো পথ নেই ,
ঊর্ধ্বগতিতে শেয়ার বাজারের মত ছুটে ছুটে যাবে .......
এখানে কোনো ধ্বস নামবে না । 

আমার এই মরুভূমি রিদয় , ভালবাসার চোরাবালিতে
কেবলি ডুবে যেতে চায় ,
সুপার গ্লুর মত লেগে থাকতে চায় ,
জোড়া শালিকের মত যুগল হয়ে
উড়ে যেতে চাই দূরে বহু দূরে .............

আমার এই নিংড়ানো ভালবাসতে থাকবে
উদ্দাম মাতামাতি ,
ঠোঁটের উষ্ণতা বা আদিমতার উন্মাদনায়
নিঃশ্বেষ হয়ে যাবে সব ।

এ ভালবাসা অনুভূতিপূর্ণ সফেদ ,কোমল, উষ্ণ ভালবাসা
থার্মোমিটারের পারদে
কখনই তা পরিমাপ করা যাবে না ।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.