আজিম আকাশ


ইচ্ছে করে চিলের মত
ওই আকাশে ঘুরতে,
ইচ্ছে করে ঘুড়ির মত
হাওয়ায় হাওয়ায় উড়তে।
ইচ্ছে করে গভীর জলে
মাছের মত চলতে,
ইচ্ছে করে ওই আকাশে
তারার মত জ্বলতে।

ইচ্ছে করে ওই নীলিমায়
মেঘের মত ভাসতে,
ইচ্ছে করে জোছনা রাতে
চাঁদের মত হাসতে।

ইচ্ছে করে ভরদুপুরে
ধূলো-বালি খেলতে,
ইচ্ছে করে শিশুপার্কে
নাগরদোলায় দুলতে।

ইচ্ছে করে ঘোড়ার মত
দ্রুত বেগে ছুটতে
ইচ্ছে করে ফুল কাননের
গোলাপ হয়ে ফুটতে।

ইচ্ছে করে দেশের তরে
বীরের মত লড়তে,
ইচ্ছে করে ন্যায়-বিচারের
সমাজটাকে গড়তে।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.