রেবেকা ইসলাম 


আমি ভালবাসি তোমার নীলরঙা অহংকে
জ্বলজ্বলে , প্রাণবন্ত ,ধ্রুপদী 
আভিজাত্যের ছোঁয়ায় আবৃত
নীল অহংবোধেই তোমাকে বেশি মানায়
যেমন মানিয়ে যায় তোমাকে
আর্টিস্টির নীল পাঞ্জাবি ,
কিংবা কেলভিন ক্লেইন এর নীল সার্ট
অথবা রাল্ফ লরেনের ব্লু পারফিউমে
তুমি নেশাতুর, উন্মাদক ।
আমার কাছে এই রঙেই তুমি দুর্দান্ত
যেদিন তুমি অহংকারকে বিসর্জন দিয়ে
সাধারণ হয়ে যাও , অতি সাধারণ
সেদিন আমার চোখে তুমি ধূসর ম্লান ,
বড্ড পানসে , ক্লান্তিকর।
তুমি তো দেও না ধরা এই রূপে সহসা
আমার যে অভ্যাস হয়ে গেছে ,
তোমার এই রূপেই আমার যত ভালোলাগা ,
আমার যত অনুষঙ্গ ,
এই তুমি আমারও অহংকার।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.