সাখাওয়াৎ আলম চৌধুরী

ইচ্ছে করে আলতো করে
ছুঁইযে তোমার অধর,
ইচ্ছে করে তোমায় নিয়ে
কাটাই প্রতি প্রহর।

ইচ্ছে করে তোমায় নিয়ে
বুনি রঙিন স্বপ্ন,
ইচ্ছে আমার নেইযে কিছু
তুমি ছাড়া ভিন্ন।

ইচ্ছে করে উড়াই ঘুড়ি
নীল আকাশের পানে,
ইচ্ছে করে কাটাই সময়
তোমায় নিয়ে গানে।

ইচ্ছে করে জোৎস্না রাতে
তোমায় নিয়ে ঘুরি,
ইচ্ছে করে তোমার হাতে
পড়াই রঙিন চুড়ি।

ইচ্ছে করে ভিজি বর্ষায়
ঘুরি সারাবেলা,
ইচ্ছে করে কাটাই সময়
খেলি নতুন খেলা।

ইচ্ছে করে দেয়যে চুমু
তোমার মিষ্টি ঠোঁটে,
ইচ্ছে করে ভেড়াই তরী
তোমার মনের ঘাটে।

ইচ্ছে করে হারাই আমি
তোমার কালো কেশে,
ইচ্ছে করে থাকি সদায়
তোমার সাথে মিশে।

ইচ্ছে করে দেখি তোমায়
অযুত বছর ধরে,
ইচ্ছে আমার থাকি যেন
তোমায় শুধু ঘিরে।


সাখাওয়াৎ আলম চৌধুরী
দুবাই, আরব আমিরাত।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.