আজিম আকাশ
তুমি জায়া আমি পতি
দু’য়ে মিলে সুখী দম্পতি;
তুমি প্রেম আমি প্রীতি
ভালবাসার এইতো রীতি।
তুমি মেঘ আমি বহমান নদী
ভালবাসা বয়ে চলে নিরবধি;
তুমি রবি আমি শর্বরীর শশী
কবিতার তরে এসো ধরি মসি।
তুমি তরু আমি ধূপছায়া
বুকের ভেতর সঞ্চিত মায়া;
আমি প্রেমিক তুমি প্রিয়া
যুগল বন্ধনে শপি হিয়া।
তুমি-আমি ভালবাসায় ব্র্যাকেট বন্দি
হিংসা-বিদ্বেষ ভুলে এসো করি সন্ধি।