মেঘরাজের একটুকরো মেঘ কালের কপোলে উষ্ণ চুম্বনের তিলক আঁকে, ডিজিটাল যৌবনের মাংসল দেহে প্রাগৈতিহাসিক ক্লেদ ঘন থেকে ঘনতর- লেংটিপড়া মহাকালের ফুসফুস জুড়ে আজ বার্ধক্য- তবু অনৈতিকতার পরিব্রাজক মুচকি হাসে- অবলীলায় সভ্যতার ওলান দোহন করে নাম না জানা ভোর।
মুনশি আলিম
জাফলং, সিলেট