এখনো অসহায় রবিবার, নভেম্বর ৩০, ২০১৪ A+ A- Print Email ঘুমভাঙ্গা রাত্রির কুয়াশা ভেদ করে কে যেন ডেকে ওঠেচাকচিক্যের জোয়ানী একটা অদম্য পাহাড়কে দাবড়িয়ে কে তুমি সুদূর পৌরাণিক ক্যানভাসে? ভাবের নীলিমায় গগণহীন ভিন্ন সাহসিকতার দণ্ড মারমুখী কোন চেতনার বহিরাঙ্গে মানুষ এখনো অসহায়। মুনশি আলিম, জাফলং, সিলেট বিভাগ: কবিতা, সাহিত্য