সাময়িকী.কম
টেলিভিশনে সুন্দরী নারী দেখলেই মেয়েরা ভাবেন-"ইশ, যদি অমন সুন্দর হতে পারতাম!" আর পুরুষেরা ভাবেন তার প্রেমিকা কিংবা স্ত্রীরা যদি অমনটা সুন্দরী হতেন! সবাই হয়তো নন, তবে অধিকাংশ মানুষের ভাবনা কিন্তু এমনই। নিজের চাইতে সুন্দর কাউকে দেখলে আমরা মনে মনে আফসোস করি, ভাবি বিধাতা কেন আমাদের অতটা রূপ দিলেন না?
আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে এই সেই রূপ মিথ্যাও হতে পারে? জানি অনেক অবাক হচ্ছেন, কিন্তু সত্য এটাই যে কেবল সঠিক মেকআপ একজন মানুষের চেহারা আমূল বদলে ফেলতে পারে। তাকে রাতারাতি করে তুলতে পারে অসাধারণ সুন্দর একজন। কি, বিশ্বাস হচ্ছে না?
ঠিক আছে, যেসব পুরুষেরা সুন্দর নারী দেখে চোখের পলক ফেলতে পারেন না, তারা তৈরি হয়ে যান বিস্মিত হবার জন্য। কারণ এখন যে ছবিগুলো দেখবেন, সেগুলো সৌন্দর্য সম্পর্কে আপনার ধারণা আমূল বদলে দেবে।
বিষণ্ণ চেহারায় চেহারায় ধারালো তারুণ্য।
সাধারণ চেহারাটাই গ্ল্যামারাস।
ভাবলেশহীন চেহারায় ভিন্নধর্মী স্টাইল।
বদলে গেছে ত্বকের রঙ পর্যন্ত, দাগছোপটাও উধাও!
সাধারণ চেহারার মানুষও দেখতে হয়ে ওঠেন তারকা।
চেনা যায় যে দুজন একই ব্যক্তি?
নিজের চেহারা নিয়ে খুশি নন? তাহলে এই ছবিটি দেখুন।
ছবিই বলে দিচ্ছে সকল সত্য।
সঠিক মেকআপের আরেকটি উদাহরণ।
ছবি-
নামজাদা মডেল, বিভিন্ন দেশের তারকা ও সাধারণ মানুষ
ইন্টারনেট হতে সংগৃহীত