সাময়িকী.কম
আটলান্টিস, দুবাই

আটলান্টিস, দ্যা পামঃ দুবাই এর সাগর থেকে উদ্ধারকৃত জমিতে নির্মিত 'পাম জ্যুমেইরাহ' তে অবস্থিত। কাল্পনিক তলিয়ে যাওয়া দেশ আটলান্টিসের আদলে এই রিসোর্ট গড়ে তোলা হয়েছে। এতে মরুভূমি ও আরবী বিষয়গুলির দিকে কড়া নজর রাখা হয়েছে। এর মালিক যৌথ ভাবে ক্রেঞ্জার ইন্ট্যারনাশনাল হোল্ডিংস লিমিটেড ও লিস্থিথমার। উদ্ভোধন হয় ২৪ সেপ্টম্বর ২০০৮।

প্রায় ৪৬ হেক্টর বা ১১০ একর জায়গায় ফাইভস্টার রিসোর্টটি ছেলে বুড়ো সবাইকেই সমানভাবে আকর্ষন করে। এর মধ্যে ১৭ হেক্টর বা ৪২ একর ব্যাপী ওয়াটার পার্ক যাতে ৭ টি ওয়াটার স্লাইড ২.৩ কিলোমিটার নদী ভ্রমনের সুযোগ রয়েছে, রয়েছে টাইডাল ওয়েভ, র‌্যাপিড প্রত্যক্ষ করার সুবিধা। মেসোপটিমিয়ান স্টাইলের যিগারুট টেম্পল ৩০ মিটার থেকে সাতটি হৃদস্পন্দন বন্ধকারি ধাপ পার হয়ে হাংগর ভর্তি এক ল্যাগুনে এসে শেষ হয়। এটাকে লস্ট চেম্বার বলা হয়। এখানে ৬৫ হাজার মাছ ও সামুদ্রিক প্রাণি রয়েছে। পাশেই আছে দ্যা এম্বাসাডর ল্যাগুন এখানে ১১ মিলিয়ন লিটার পানিতে সামুদ্রিক আবহ সৃষ্টি করা হয়েছে। ৪.৫ হেক্টর বিশিষ্ট স্টেট অফ দ্যা আর্ট ডলফিন এ্যডুকেশন ও কঞ্জারভেশন হয়েছে, যেখানে সাধারন লোক ডলফিনের সাথে সাঁতারে অংশ নিতে পারে।
এটি ফ্লোরিডার ডিজনীওয়ার্ল্ডের আদলে তৈরী।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.